হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. রনিকে (৩৮) গ্রেফতার করেছে শিবালয় থানা পুলিশ। শুক্রবার (৩০ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত রনি ওরফে বড় রনি শিবালয় উপজেলার শিমুলিয়া এলাকার শওকত আলীর ছেলে।
পুলিশ জানায়, ২০১১ সালে জামালপুর রেলওয়ে থানায় আসামি রনির বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলা হয়। এছাড়া ২০১২ সালে চট্টগ্রাম রেলওয়ে থানায় রনির বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের হয়। এসব মামলার প্রেক্ষিতে চলতি বছরের ৭ মার্চ জামালপুর বিশেষ দায়রা ও জজ আদালতের বিচারক মো. আবু তাহের আসামীদের অনুপস্থিতিতে রনিসহ পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, 'গোপন সংবাদের ভিত্তিতে হত্যা ও ডাকাতি মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামী রনিকে গ্রেফতার করা হয়। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।'
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর