গাজীপুরের কুনিয়া তারগাছ এলাকায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টসের নিরাপত্তা কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে। এঘটনায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। শনিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় তারগাছ এলাকায় এ ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনার নিহত নিরাপত্তা কর্মীর নাম মুন্না (৫২)। তার গ্রামের ঠিকানা ঝিনাইদা জেলার মহেশপুর থানা এলাকায়। তিনি তারগাছ এলাকার অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড এ নিরাপত্তাকর্মী হিসেবে চাকুরিরত ছিলেন।
অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড ম্যানেজার (এডমিন) আবুল হোসেন বলেন, আজ সন্ধ্যায় ছুটি হওয়ার পরে রাস্তা পারাপারের সময় দ্রুত গতিতে আসা আজমেরি পরিবহণ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় অনন্ত ক্যাজুয়াল ওয়্যার লিমিটেড এর বিক্ষুব্ধ শ্রমিকরা তারগাছ এলাকায় সড়ক অবরোধ করে আজমেরিসহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও একাধিক গাড়ি ভাঙচুর করে।
টঙ্গি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, টঙ্গি ফায়ার সার্ভিসের ২ টি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা ইট, পাটকেল নিক্ষেপ শুরু করে। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল ত্যাগ করি। আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নি।
এবিষয়ে গাজীপুর শিল্প পুলিশের এএসপি মোশারফ হোসেন বলেন, বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে আলোচনা চলছে। আলোচনার মাধ্যমে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সড়িয়ে নেয়া হবে। আপাতত যান চলাচল বন্ধ রয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর