বরগুনা আমতলীতে আলোচিত ভাইরাল ঘটনা তনয়ের বিষপানে আত্মহত্যার পর ফারিয়া জান্নাতী মিমের পরকিয়া প্রেমিকের ছবি এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোফাইলে।
ফেইসবুকে ঢুকলেই চোখে পড়ে পরকিয়া প্রেমিক যুগলের ছবি। সোস্যালমিডিয়ায় নেটিজনদের নিন্দার ঝড়।
জানা যায়,নিয়াজ মোর্শেদ তনয় আত্মহত্যার আগে তার প্রোফাইলে প্রাক্তন স্ত্রী ফারিয়া জান্নাতী মিমের পরকিয়া প্রেমিকের ছবি শেয়ার করেছিলেন। এক বুক হতাশা আর ক্ষোভ প্রকাশ করে লিখেছেন তার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা। তার মধ্যে মিমের পরকিয়া প্রেমিকের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এই ঘটনায় তনয়ের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা ফেইসবুকে নিন্দা জানায়। কেউ কেউ আবার মিমের পরকিয়া প্রেমিকসহ পরিবারের কঠিন বিচার চেয়ে পোস্টও দিয়েছেন।
ফেইসবুকে প্রকাশ হওয়া চ্যাটিং স্ক্রিনশটের মাধ্যমে মিমের পরকিয়া প্রেমিকের নাম তারেক ইসলাম জানা যায়। ভাইরাল ছবিতে দেখা যায় মিম বাচ্চা কোলে নিয়ে রিকশার হুক টেনে পরকিয়া প্রেমিকের কাঁধে মাথা এলিয়ে ঘুরছে। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়। এবং ছবিটি নিয়ে নিন্দার ঝড় বইছে পুরো সোস্যালমিডিয়ায়।
এ বিষয়ে জানতে চাইলে মিমের ভাই মিঠু গাজি বলেন, এসব ছবি এডিট করা। আমাদের পরিবারকে ফাঁসানোর জন্য করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর