বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জের বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন (৬০) ও পৌর আওয়ামী লীগের সদস্য শরিফুল ইসলাম নান্টুকে (৪৬) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে শনিবার সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার নিজ বাড়ি থেকে নাসির উদ্দিনকে এবং পৌর আওয়ামীলীগের সদস্য শরিফুল ইসলামকে মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম দাশড়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, জেলা বিএনপি কার্যালয় পুড়ানোর দায়ে সেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাড. মুরাদ হোসেন ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করেন। মামলায় ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন এবং পৌর আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।'
উল্লেখ্য, গ্রেফতার হওয়া নাসির উদ্দিন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘনিষ্ঠজন হিসেবে এলাকায় পরিচিত। একই মামলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামও রয়েছে। ৫ই আগস্টের পর থেকেই পলাতক রয়েছে মামলার বেশির ভাগ আসামীরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর