ময়মনসিংহে পুলিশের অভিযানে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুর রহমান সবুজ (৩০) কে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) রাত ১০টার দিকে নগরীর বড় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
রবিবার (১ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা সবুজকে আটক করেছে। তার বিরুদ্ধে বিএনপি নেতার বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের ঘটনায় মামলা রয়েছে। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর