রাজবাড়ীর কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শহিদুল ইসলাম আলী জেল হাজতে থাকায় দীর্ঘদিন তার অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদ পরিচালনায় নানা সমস্যায় পড়ছিলেন ইউপি সদস্যরা।
রবিবার আনুষ্ঠানিক ভাবে ভোটের মাধ্যমে শাওরাইল ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদের সদস্যগণ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছেন তিনিই হবেন শাওরাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এ নির্বাচনে শাওরাইল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য মো. মাসুদ বিশ্বাস ও ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য মো. রফিকুস সালেহীন প্যানেল চেয়ারম্যান প্রার্থী ছিলেন। গোপন ব্যালটের মাধ্যমে ইউপি সদস্যরা বেছে নিয়েছেন তাদের পছন্দের প্রার্থী তরুণ উদীয়মান জাতীয়তাবাদে বিশ্বাসী ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য মো. রফিকুস সালেহীনকে তিনি ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য মাসুদ বিশ্বাস পেয়েছেন ৫ ভোট।
ইউনিয়ন পরিষদের সকল সদস্য তথা ১২ জন ইউপি সদস্য উপস্থিত থেকে মূল্যবান ভোট প্রয়োগ করেন। ভোটার উপস্থিতি ছিল শতভাগ। নির্বাচন শেষে ইউনিয়ন পরিষদের সচিব আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন।
সদ্য নির্বাচিত প্যানেল চেয়ারম্যান রফিকুস সালেহীন বলেন আমি আমাদের ইউনিয়ন পরিষদের সতল সদস্যকে সাথে নিয়ে সুন্দর ভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনা করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করতে পারি।
শাকিল/সাএ
সর্বশেষ খবর