২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে, বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট কর্তৃক দেয়া রায়ে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক উপমন্ত্রী ও টাঙ্গাইল ২ (গোপালপুর ও ভুঞাপুর) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টুসহ। অন্যান্য বিএনপি নেতাকে খালাস দেওয়ায় সংবাদ পাওয়ার সাথে সাথেই, টাঙ্গাইলের গোপালপুরে আব্দুস সালাম পিন্টুর নিজ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতা কর্মীরা উল্লাসে মেতে উঠেন।
এসময় গায়ে রং মেখে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ, আতশবাজিসহ বিভিন্নভাবে উদ্যাপন করেন।
দুপুর পর বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীরা, থানা ব্রিজ চত্বরে জড়ো হতে থাকলে। গোপালপুর উপজেলা বিএনপি'র উদ্যোগে ব্যান্ড পার্টিসহ বিশাল এক আনন্দ মিছিল বের হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, আবু ঈশা মুনিম, পৌর বিএনপির সম্পাদক চানমিয়া, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স, ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর