৬ মাস ধরে বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর বেতন বন্ধ থাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধ করেছে পৌরসভায় মাস্টারহোলে কর্মরত সাধারণ শ্রমিক ও কর্মচারীরা। রবিবার সকাল ৮টা থেকে পৌরসভার সামনে উপস্থিত হয়ে পৌরসভার প্রধান ফটকে তালা লাগিয়ে দেন ও পৌরসভার সামনের সড়ক অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। সড়ক অবরোধ করায় বাগেরহাট পৌরসভার সামনের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে পৌরসভার লাইসেন্স বিভাগে কর্মরত বিজয় বলেন, যাদের স্থায়ী চাকরি তারা বেতন পেয়েছেন। তাহলে সামান্য বেতনে চাকরিরত এই সব লোকদের বেতন কেন দেওয়া হচ্ছে না। এখানে চাকরিরত সবাই গরীব মানুষ, বিগত ৬ মাস ধরে তাদের বেতন হচ্ছে না, তাহলে তারা কীভাবে সংসার চালাবে।
পৌরসভার মাস্টারহোলে চাকরিরত ঝাড়–দার কমলা বেগম বলেন, ৬মাস ধরে আমাদের বেতন আটকিয়ে রাখা হয়েছে। বেতনের কথা বললে অফিসাররা বিভিন্ন অজুহাত দেখান। পৌর এলাকায় বাড়ির মালিকদের কাছ থেকেতো ঠিকই পানির ট্যাক্স, বাড়ির ট্যাক্স নেওয়া হচ্ছে, তাহলে আমাদের বেতন কেন হবে না।
মাস্টারহোলে চাকরিরত অফিস ক্লিনার মাজেদা বেগম বলেন, আমি বাগেরহাট পৌরসভায় দীর্ঘ তেত্রিশ বছর চাকরি করে আসছি। বাড়ি থেকে অফিস যাতায়াতে আমার প্রতিদিন পঞ্চাশ টাকা খরচ হয়, বেতন পাই মাত্র তিন হাজার টাকা, তাও আবার ছয় মাস ধরে বন্ধ। তাহলে কীভাবে সংসার চালাবো আমি।
এ সময় মাস্টারহোলে কর্মরত সাধারণ শ্রমিক ও কর্মচারীরারা তাদের সকল বকেয়া বেতন দ্রুত সময়ের মধ্যে ফেরত পাওয়ার দাবি জানান।
দীর্ঘ চার ঘণ্টা আন্দোলন চলার পর দুপুর বারোটার দিকে বাগেরহাট স্থানীয় সরকারের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসান দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর