ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (১ ডিসেম্বর) এ উপলক্ষ্যে আরসি মজুমদার আর্টস মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে বলেন, সংঘাতময় বিশ্বে শান্তি স্থাপনের জন্য মানুষের মধ্যে আস্থা, বিশ্বাস ও সহমর্মিতার সম্পর্ক গড়ে তোলা খুবই জরুরি। বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীরা সমাজে পরমতসহিষ্ণুতা ও আন্তঃধর্মীয় সম্প্রীতি গড়ে তুলতে দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন। ২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আবু সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। এছাড়া মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াছ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর