জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এবারের ভর্তি বিজ্ঞপ্তিতে প্রতি ইউনিটের জন্য আলাদা আলাদা জিপিএ শর্ত প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সকল শিক্ষার্থী ২০২১ বা ২০২২ খ্রিষ্টাব্দে এসএসসি বা সমমান এবং ২০২৪ খ্রিষ্টাব্দে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তারা আবেদন করতে পারবেন।
পূর্ণাঙ্গ ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য কোটা পদ্ধতি থাকছে। মুক্তিযোদ্ধার সন্তান, প্রতিবন্ধী (ডিফারেন্টলি অ্যাবল - দৃষ্টি, বাক, শ্রবণ, শারীরিক, নিউরো-ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারস ও হিজড়া), ক্ষুদ্র-নৃগোষ্ঠী, হরিজন ও দলিত, খেলোয়াড় (বিকেএসপি) এবং পোষ্য (ওয়ার্ড) (জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিবৃন্দের সন্তান/স্বামী/স্ত্রী) কোটায় আবেদনকারী পরীক্ষার্থীরা যদি ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৩০ নম্বর পেয়ে থাকেন, তবে তারা কোটায় ভর্তির জন্য প্রাথমিকভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।
মুক্তিযোদ্ধার সন্তানদের (এফএফকিউ) জন্য ৫ শতাংশ কোটা এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী (এসইকিউ) বা প্রতিবন্ধী (পিফিকিউ) বা হরিজন ও দলিতদের জন্য ১ শতাংশ কোটা বরাদ্দ থাকবে। এছাড়া পোষ্য (ডব্লিউ কিউ) এবং খেলোয়াড় (বিকেএসপি) কোটায় প্রতি বিভাগে ২ জনের অধিক শিক্ষার্থী ভর্তি নেয়া যাবে না। বিদেশি কোটায় বিদেশি শিক্ষার্থী ভর্তি করা যাবে।
কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেসব কাগজপত্র বা সনদ থাকতে হবে:
কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আবেদনের সময় অবশ্যই কোটা উল্লেখ করতে হবে। পরবর্তী সময়ে কোটায় অন্তর্ভুক্তির জন্য কোনো আবেদন বিবেচনা করা হবে না। কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার গ্রহণের দিন কোটা সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে।
এছাড়া, বিদেশি শিক্ষার্থীদের ১ ডিসেম্বর ২০২৪ থেকে ১৫ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অফিস চলাকালীন সময় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব, রেজিস্ট্রারের অফিসে যোগাযোগ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিক আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর