আওয়ামী লীগ কর্তৃক দায়ের করা ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সকল আসামি খালাস পাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো আনন্দ মিছিল বের করেছে।
শনিবার (১ ডিসেম্বর) রাতে সাড়ে ৭টায় তাহিরপুর বাজারে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
পরে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ও সিলেট বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। এছাড়া বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দীন আহম্মেদ মিলন, কমিটি সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, আনিসুল হক, নাদির আহমেদ, ব্যারিস্টার হামিদুর হক আফেন্দি লিটন, আবুল কালাম আজাদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, বাদাঘাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাকাব উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, উপজেলা যুবদল আহবায়ক এনামুল হক এনাম, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক সাইদুল কিবরিয়া, জাহাঙ্গীর আলম, তোজাম্মিল হক নাসরুম, আবুল কালাম, শাহজাহান কবির, আবু হুরায়রা সোহাগ, সোহানুর রহমান সোহাগ প্রমুখ।
মিছিল শেষে তারা তারেক রহমানসহ সকল আসামির খালাস পাওয়ায় আনন্দ প্রকাশ করে এবং বিএনপির জয়গান গায়।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর