পাবনার চাটমোহরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ একজনকে আটক করেছে পুলিশ। রোববার (১ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ছাইকোলা সবুজপাড়া ব্রিজের পাকা রাস্তার উপর থেকে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল মজিদ শেখ (৫০) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাউরাইল গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, মাদকদ্রব্য (গাঁজা) বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছাইকোলা ইউনিয়নের সবুজপাড়া ব্রিজের পাকা রাস্তার উপরে এএসআই রাশেদসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ধাওয়া করে তাকে আটক করে। পরে তার কাছে থাকা পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৪ কেজি গাঁজা জব্দ করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। সোমবার (২ ডিসেম্বর) তাকে আদালতে সোপর্দ করা হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর