গাজীপুরের টঙ্গীতে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টঙ্গি পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার সাঈদ মৃধা রোডের মাইন উদ্দিন মিয়ার বাড়িতে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাড়াটিয়ারা ময়লা ও কাঠে আগুন ধরিয়ে ধোঁয়া ছড়ানোর চেষ্টা করেছিল, যা পরে পাশের টিনশেড ঘরে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর আগুন আশপাশের টিনশেড ঘরগুলোতেও ছড়িয়ে যায়। আগুনে মোট ৬টি টিনশেড ঘর পুড়ে ছাই হয়ে যায়।
টঙ্গি ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের দল আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের কারণে প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর