রাজবাড়ীর পাংশা ও কালুখালী উপজেলার সীমান্ত এলাকা বাহের মোড় নামক বাজার অবস্থিত। এ বাজারে আধিপত্য বিস্তার করা নিয়ে দীর্ঘদিন ধরে মারামারিসহ বিভিন্ন সমস্যায় পড়ছিল বাজারের ব্যবসায়ীরা। সব শেষ পাংশা ও কালুখালি উপজেলা নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জদের মধ্যস্থতায় বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় ১ ডিসেম্বর।
নির্বাচনে ভোটের ব্যবধানে সভাপতি বিজয় হয় বাহের বিশ্বাসের প্যানেল। পরাজিত হয় সিরাজ বিশ্বাস প্যানেল। এ নির্বাচনে দিন ব্যাপী পাংশা ও কালুখালি থানা পুলিশ উপস্থিত ছিলেন। সেনাবাহিনীর টহল ছিল। দিন শেষে ফলাফল ঘোষণার পর উভয় পক্ষ মেনে স্বাক্ষর করেন। কিছু সময় পর বিজয়ীরা আনন্দ মিছিল করেন। পরে বিজয়ী প্যানেলের সমর্থক মাজাইল গ্রামের আলম মিয়া নামাজ পড়তে যাওয়ার পথে শাওরাইল ইউনিয়নের ইনমান নামের একজনের সাথে কথা-কাটাকাটি হয় এসময় ইনরান ও তাদের লোকজন মিল্টন বিশ্বাস(৩০), পিং- কলিমদ্দিন বি, জোনা পাট্টা আলম মিয়া (৫৩), পিং-মৃত আজিজুল ইসলাম মিয়া, আব্দুল্লাহ বিশ্বাস (২৭), পিং- আবদার বিশ্বাসকে মারধর করেন। আহতরা পাংশা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত আলম মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের বলেন পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলামের নির্দেশে আমার উপর হামলা করে মাজাইল গ্রামের দিদার, অন্তর বিশ্বাস, মাসুম, সিরাজ, তিতাল, সৌরভ, মুক্তিসহ ১০/১২ জন।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ সালাউদ্দিন আহমেদ বলেন এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাট্টা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকিদুল ইসলাম বলেন এ ঘটনায় আমি জড়িত না।
শাকিল/সাএ
সর্বশেষ খবর