বরগুনা আমতলীতে ১৪টি চোরাই গরুসহ আসামী গ্রেফতার-১ করেছে থানা পুলিশ। গ্রেফতার হওয়া আসামী হলেন,লিটন ঢালী(৩৭),পিতা-সামসু ঢালী,নন্দিপাড়া,থানা-পটুয়াখালী, জেলাঃ পটুয়াখালী।
গত (১ ডিসেম্বর) রাত আনুমানিক ১টা হতে ভোর আনুমানিক ৪.৩৫ টার মধ্যে বরগুনা জেলার আমতলী থানাধীন ৬ নং আমতলী সদর ইউনিয়নের অন্তর্গত ১নং ওয়ার্ডস্থ দক্ষিণ-পশ্চিম আমতলী জনৈক মোঃ লুৎফার হাওলাদার (৭০)এর বসতবাড়ির গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি করে নিয়ে যায়।
এ চুরির ঘটনার সংবাদ পাওয়া মাত্রই বরগুনা জেলা পুলিশ সুপারের নির্দেশে আমতলী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুর রহমান সঙ্গীয় অফিসারসহ গরু উদ্ধারের লক্ষ্যে অভিযান শুরু করে। দায়িত্বরত চৌকস পুলিশ অফিসার ফোর্সগণ তথ্যপ্রযুক্তি ও সোর্সের সহায়তায় বরগুনা জেলার আমতলী থানাধীন আঠারগাছিয়া চাউলা বাজার হতে এলাকায় অভিযান পরিচালনা করে চোরসহ চুরি হওয়া ৪টি গরু উদ্ধার করে। এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত লিটন ঢালী (৩৭) কে গ্রেফতার করে।
তার দেওয়া তথ্যমতে আমতলী থানা ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আরোও ১০টি চোরাই গরু উদ্ধার করা হয়।উদ্ধার করা ১৪টি চোরাই গরুর বাজার মূল্য অনুমান ১০,০০০০/(দশ লক্ষ) টাকা।
বরগুনা পুলিশ সুপার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন,গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদ ঘটনার সম্পৃক্ততার কথা স্বীকার করে।এ ঘটনার মতো যাতে আর না ঘটে, সে প্রেক্ষিতে আমতলী থানা এলাকায় চেকপোস্ট টহল নজরদারি অব্যাহত রয়েছে।
এ ঘটনায় মোঃ লুৎফর হাওলাদার (৭০)অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় হাজির হয়ে একখানা এজাহার দায়ের করেন।এর ধারাবাহিকতায় আমতলী থানার মামলা নং -০২,জিআর -২২৪/২০২৪,তাং -০১/১২/২৪,ধারা -৩৭৯/৪১১পেনাল কোড রুজু হয়।
গ্রেফতারকৃত আসামী আন্তঃজেলা গরু চোর দলের সক্রিয় সদস্য বলে জানা যায় এবং তার বিরুদ্ধে বরগুনাসহ অন্যান্য জেলায় একাধিক চুরির মামলা রয়েছে। আসামিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর