মানিকগঞ্জে জামায়াত নেতাকে মারধরের ঘটনায় ইউপি (ইউনিয়ন পরিষদ) সদস্য তাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রবিবার দিনগত রাতে তোকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত তাইজুদ্দিন মোল্লা সদর উপজেলার কৃঞ্চপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য। এবং ভুক্তভোগী একই ওয়ার্ডের জামায়াত সভাপতি সোলায়মান হোসেন।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ৩০ নভেম্বর চর কৃঞ্চপুর এলাকায় ওয়াজ মাহফিলে ইউপি সদস্য তাইজুদ্দিন মোল্লার সাথে গ্রামবাসীর কথাকাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (১ ডিসেম্বর) বিকেলে ইউপি সদস্য তাইজুদ্দিন মোল্লা ও তার সহযোগীরা সোলায়মান হোসেনকে চর কৃঞ্চপুর মহিলা মাদরাসার চত্বরে বেধড়ক মারধর করে।
পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মারধরের কারণে তার শরীরের বিভিন্ন জায়গায় নিলাফোলা জখম হয়।
এ ঘটনার পর আহত জামায়েত নেতার স্ত্রী বাদী হয়ে ইউপি সদস্য তাইজুদ্দিন মোল্লা, রিফাত, সজল, তারেক, স্বপন এবং সোলায়মান খানের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, মামলার পর রাতেই প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর