ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক দুই বর্ষের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর।
সোমবার (২ ডিসেম্বর) ঢাবির পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ২৫ নভেম্বর ২০২৪ তারিখে ১৬৬০/শা-২/প. নং এবং ২৭ নভেম্বর ২০২৪ তারিখে ১৬৬৩/শা-২(ক)/প. নং স্মারকের মাধ্যমে প্রকাশিত ২০২৩ সনের অনার্স ৪র্থ ও ১ম বর্ষ পরীক্ষার সময়সূচির স্থগিতকৃত পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। সময়সূচির অন্যান্য অংশ অপরিবর্তিত থাকবে।
সময়সূচি অনুযায়ী, ২০২৩ সনের ৪র্থ বর্ষ অনার্সের স্থগিত হওয়া ২৬ নভেম্বরের পরীক্ষা ২০২৫ সালের ৬ জানুয়ারি এবং ২০২৩ সনের ১ম বর্ষের ২৮ নভেম্বরের স্থগিত অনার্স পরীক্ষা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুটো পরীক্ষায় সাড়ে ১২ টা থেকে শুরু হবার কথা রয়েছে।
ঢাবি অধিভুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মিরপুর বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর