
ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্থানীয় বনবিভাগের যোগসাজশে গেজেট বিজ্ঞপ্তিতে বনভূমি থেকে গজারি-মেহগনি গাছ কেটে বিক্রি করে জবরদখলের অভিযোগ উঠেছে ঢাকার এক প্রভাবশালী ব্যবসায়ী মোজাফফর আহমেদের বিরুদ্ধে।
ঘটনাটি উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের গৌরিপুর এলাকার। ব্যবস্থা নেওয়ার কথা জানান বিভাগীয় বন কর্মকর্তা।
সোমবার (২ ডিসেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের কাদিগড় বিট অধিনস্থ পাড়াগাঁও মৌজার গেজেট বিজ্ঞপ্তিতে সিএস ৩৬৪ নং দাগের বনভূমি থেকে গাছ কাটা হচ্ছে এবং এসব গাছ পিকাপ গাড়িতে লোড করছে জনৈক এক কাঠ ব্যবসায়ী।
কাঠুরে ও স্থানীয়রা জানায়, কাদিগড় বিটের বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খানের সাথে যোগাযোগ করেই এসব গাছ কাটা হচ্ছে।
এসব গাছ বিক্রির কথা স্বীকার করে মোজাফফর আহমেদের কেয়ারটেকার আব্দুল কাদের বলেন, এই জায়গাটি বনভূমি কিনা আমি বলতে পারবোনা। এছাড়াও একই মৌজাস্থিত গেজেট বিজ্ঞপ্তিতে ৪৯ নং দাগ থেকে রাতের আধাঁরে ৫০-৬০ বছরের পুরোনো বিশাল আকৃতির দশটি গজারি গাছ কেটে জবরদখল করে স্থানীয় আবু সাঈদ।
পরে তিনি ওই বনভূমি পার্শ্ববর্তী স্কয়ার মাস্টারবাড়ী এলাকার জনৈক জামান নামে এক ব্যক্তির কাছে বিক্রি করেন। কাদিগড় বিট কর্মকর্তা আনোয়ার হোসেন খান জানান, ৩৬৪ দাগে আমাদের ৪১ একর বনভূমি এখান থেকে কোন গাছ কাটা যায়নি। তবে পার্শ্ববর্তী ৪৯ দাগের গজারি গাছ কাটার বিষয়ে জানতে চাইলে ব্যস্ত আছি বলে কল কেটে দেন।
ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আ.ন.ম আব্দুল ওয়াদুদ জানান, খোঁজ নিয়ে এ বিষয়ে বন আইনে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর