নাটোরের সিংড়ায় সরকারি জায়গায় মাটি কাটার অপরাধে মো. মান্নান শেখ নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার ইটালী ইউনিয়নের বনকুড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সিংড়া ইটালি ইউনিয়নের বনকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে প্রশাসন।
এসময় সরকারি জায়গায় মাটি কাটার অভিযোগে পাবনা জেলার বাসিন্দা মো. মান্নান শেখ নামে একজনকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ৫ ধারার লঙ্ঘন এবং ১৫ ধারায় শাস্তি অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। এসময় ওই অভিযুক্ত ব্যক্তি জরিমানার টাকা পরিশোধ করেন।
সিংড়া উপজেলা নির্বাহীঅফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, সরকারি জায়গায় মাটি কাটার অপরাধে ওই ব্যক্তি জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে আইনের আওতায় আনা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর