ঐতিহ্য সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর জায়গা সুনামগঞ্জ জেলা। এই জেলায় পূর্বেও সবাই মিলে মিশে সকল ভেদাভেদ ভুলে এক সাথে চলেছেন।
ভবিষ্যতেও একই ধারা বজায় থাকে আর কোনো মহলের উসকানিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম না হয় সেদিকে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সজাগ দৃষ্টি রেখে কাজ করার জন্য অনুরোধ জানিয়েছেন সুনামগঞ্জ পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম।
সোমবার (২ ডিসেম্বর) বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সুনামগঞ্জ জেলার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জেলার বিভিন্ন ধর্মীয়, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের সমন্বয়ে এক মত বিনিময় সভায় কথা গুলো বলেন।
এসময় তিনি আরও জানান, সুনামগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে তার জন্য সবার সহযোগী লাগবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ বাহিনীকে আপনারা নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়াবেন। কোনো ঘটনা ঘটার পূর্বে জানানোর চেষ্টা করবেন জানাবেন এবং আপনারাও বুজিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। তাহলেই আর কোনো সমস্যা হবে না।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান পিপিএম এর সভাপতিত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক রওনক আহমদ, মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল বাছির, খেলাফত মসলিসের মুফতি মো: আজিজুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান ফেদাউর রহমান, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট বিমান রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা দীপক ঘোষ, গণমাধ্যম কর্মী হিমাদ্রী শেখর ভদ্র এ কে মিলন, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমন দোজা, সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: নাজমুল হক, ডি আইও ওয়ান আজিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর