
সরকার পতনের ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ১৫ পুলিশ সদস্য হত্যাকাণ্ডের মামলার সন্দেহভাজন আসামি ‘যমুনা চরের বালুখোকো’ মান্নান ফকির (৪৮) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে এনায়েতপুর থেকে তাকে গ্রেপ্তারের পর বিকেলেই আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত মান্নান বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত আওয়ামীলীগের প্রার্থী বদিউজ্জামান ফকির ওরফে বদী ফকির এবং তাঁত ব্যবসায়ী ধনকুপ সালাম ফকিরের সহোদর। এনায়েতপুরের আজুগড়া গাবেরপাড়ার মৃত সোহরাব আলী ফকিরের পুত্র সে।
এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, ‘যমুনা চরের ভুমিদশ্যু হিসেবে খ্যাত মান্নান ফকিরের বিরুদ্ধে বিস্ফোরক, সংঘর্ষ ও অবৈধ বালি লুটের ঘটনার এর আগেও ৭টি মামলা রয়েছে। গত ৪ আগস্ট সরকার পতনের ছাত্র-জনতার আন্দোলনে এনায়েতপুরে ১৫ পুলিশ হত্যাকাণ্ডের সে আসামি।
পুলিশ হত্যাকাণ্ডের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ও তার বড় ভাই বদীউজ্জামান ওরফে ফকির জড়িত বলে পুলিশের কাছে প্রাথমিকভাবে স্বীকার করেছে। সোমবার সন্ধ্যার আগে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর