ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি সহকারি হাইকমিশনে হামলা ও বাংলাদেশের লাল-সবুজ পতাকা ছিঁড়ে ফেলার প্রতিবাদ করেছে কিশোরগঞ্জ উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র জনতা।
তারা সোমবার (২ ডিসেম্বর) রাত ৯ টায় উপশহরে বিক্ষোভ করে স্থানীয় শহীদ মিনারে মমবাতি প্রজ্বলন করে প্রতিবাদ জানায়।
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালিয়ে ভাংচুর ও লাল-সবুজ পতাকা ছিঁড়ে ফেলে উগ্র ভারতীয়রা। এর প্রতিবাদ জানিয়ে সোমবার রাতে কিশোরগঞ্জ উপশহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা।
বিক্ষোভ শেষে স্থানীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত প্রতিবাদ সভাও করে তারা। এতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষে আবদুল কাইয়ুম, উদার, মাসুম, মালেক জাহিদ, মোতালেব প্রমুখ। পরে তারা স্থানীয় শহীদ মিনারে মম বাতি প্রজ্বলন করে। সেখানে আধা ঘণ্টা অবস্থান করে প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর