সিরাজগঞ্জে দরিদ্র জনসাধারণের মাঝে বিতরণের ফেয়ার প্রাইসের ৬ হাজার ৮১০ কেজি মজুদকৃত চাল জব্দসহ দুইজন চাল ব্যবসায়ী আটক করেছে জেলা এ নএস আইসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (২ ডিসেম্বর) বিকালে জেলার বেলকুচি উপজেলার কল্যানপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়ি থেকে এই চাউলগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো, বেলকুচি উপজেলার কল্যানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম ও তার সহযোগী আবুল হোসেনের ছেলে আব্দুল্লাহ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা সিরাজগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক ড. মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার গোপন তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযানে সোমবার বিকালে কল্যানপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে থেকে ৬ হাজার ৮১০ কেজি মজুদকৃত চাল জব্দসহ দুইজন চাল ব্যবসায়ী আটক করা হয়। তিনি আরো জানান, পরবর্তীতে বেলকুচি থানা পুলিশকে খবর দিয়ে জব্দকৃত চাল থানায় নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে বেলকুচি থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
যৌথ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা এ নএসআই সিরাজগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল হেলিম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আফিয়া সুলতানা কেয়া, বেলকুচি আর্মি ক্যাম্পের মেজর মারুফ ও বেলকুচি থানা পুলিশের সদস্যরা।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর