"অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, আলোচনা সভার আয়োজন মধ্য দিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১২টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে "বাংলাদেশ প্রবীণ, প্রতিবন্ধী এবং মাদকসেবী ব্যক্তিদের সমন্বিত উন্নয়ন প্রকল্প (এসডিডিবি) এর আয়োজনে কারিতাস দিনাজপুর অঞ্চলের ক্লাব ও নারী ফোরামের প্রতিবন্ধী ব্যক্তিগণের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে এসডিডিবি প্রকল্পের উন্নয়ন কমিটির সভাপতি স্বজল চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে উক্ত প্রকল্পের ঘোড়াঘাট উপজেলার এনিমেটর আসুন্তা হেম্ব্রম এর সঞ্চালনায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার নুর মোহাম্মদ জিয়ানুর ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী নুরুন্নবী ও রফিকুল ইসলামসহ আরও অনেকে বক্তব্য রাখেন। শেষে সকলের উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর