নীলফামারীর ডিমলা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) বিকেলে ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ সুন্দর খাতা খালপাড়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মৃত সহোদর দুই ভাইবোন হলেন ওই গ্রামের কৃষক জয়নাল আবেদীনের ১০বছর বয়সী মেয়ে জহুরা খাতুন ও ৫বছর বয়সী ছেলে হাসিনুর রহমান। তাদের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলের দিকে তারা বাড়ির বসতঘরের ভেতরে খেলা করছিল। এ সময়ে বিদ্যুতের তার ছিঁড়ে হাসিনুরের শরীরে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তখন তাকে বাঁচাতে গিয়ে তার বোনও বিদ্যুতায়িত হয়। এরপর ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয়।
বালাপাড়া ইউপি চেয়ারম্যান জাহিদুল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান কৃষক জয়নালের দুই শিশু সন্তান বিদ্যুৎ এর তারে জড়িয়ে মারা যান। রাতে শিশু দুইজনকে দাফন করা হয়। ডিমলা থানার ওসি ফজলে এলাহী জানান, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ দাফনের অনুমতি দেয়া হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর