গাজীপুরের কালীগঞ্জে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলার বক্তারপুরের বক্তারপুর মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া মাদক কারবারিরা হলো, বক্তারপুরের উত্তর খৈকড়া এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. হিমেল হোসেন (২৮) এবং পৈলানপুর এলাকার মৃত আমজাদ আকন্দের ছেলে শাহীন আকন্দ (৪৪)।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
ওসি বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে বক্তারপুর এলাকার বক্তারপুর মার্কেটে অভিযান পরিচালনা করে ওই দুজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ১৯ (ক) ধারায় মামলা রজু করা হয়েছে। যার মামলা নং-৪।
ওসি আরো জানান, গ্রেপ্তার দুজনকে জেলা আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর