কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদক ও টাকাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। সোমবার রাত ৩টার দিকে উপজেলার লুটেরচর ইউনিয়নের নয়া মোহাম্মদ গ্রামের বগাবাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে একটি বসতঘর থেকে ৬৪ কেজি গাঁজা, ২৬৪ পিস ইয়াবা, ১৫ হাজার ৪৯০ টাকা, ১০০ ভারতীয় রুপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতর হলেন- ওই এলাকার আলেক মিয়ার তিন ছেলে মো. আলম (৫০), মোহাম্মদ আলী (৪২) ও ইমাম হোসেন (২৮), আলমের স্ত্রী মোসা. হাসনারা (৩৫) এবং আব্দুস সাত্তারের মেয়ে মোসা. রাজিয়া বেগম (৪০)। হোমনা সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন ওবায়দুল এবং মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর ৪৫ জন সদস্য এবং পুলিশের ১২ জন সদস্য অংশ নেন। এ অভিযান শেষ হয় মঙ্গলবার সকাল সাড়ে ৭টায়।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত মাদক ও আলামত থানায় হেফাজতে রাখা হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর