টাঙ্গাইলের সখীপুরে বনের জমি দখলের অভিযোগে জামায়াত নেতা খান মোহাম্মদ মনিরকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। গতকাল সোমবার (২ নভেম্বর) রাতে সখীপুর উপজেলার নলুয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত খান মোহাম্মদ মনির উপজেলার নলুয়া গ্রামের মোহাম্মদ আলতাফ হোসেন খানের ছেলে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সখীপুর উপজেলা শাখার সাবেক সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি।
স্থানীয় বন বিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, নলুয়া বিটের বিসিবাইদ মৌজায় সংরক্ষিত বনের জমিতে অবৈধভাবে শাল গজারিগাছ কেটে ঘর নির্মাণ করায় জামায়াত নেতা মনিরের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।
স্থানীয় বন কর্মকর্তা (বিট অফিসার) এ কে এম সাফেরুজ্জামান বলেন, ‘নলুয়া বিটের বিসি বাইদ মৌজার প্রায় ৪০০ শতাংশ বনভূমি বেদখল হয়েছে। খান মোহাম্মদ মনির সংরক্ষিত বনের শাল গজারিগাছ কেটে ঘর নির্মাণ করায় তার বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে মনিরকে আদালতে পাঠানো হয়েছে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর