বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকালে বাগেরহাট জেলা বাসস্ট্যান্ডের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বাসস্ট্যান্ডে শেষ হয়। এসময় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরে বাসস্ট্যান্ডের পাশের বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সভাপতি অধ্যাপক মওলানা আব্দুল কাসেমের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সাবেক সভাপতি ও জেলা যুব বিভাগের সভাপতি শেখ মঞ্জুরুল হক রাহাদ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, বিগত ১৬ বছর ধরে শ্রমিকদের দিয়ে বিভিন্ন বিক্ষোভ, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল স্বৈরাচারী সরকার। গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আমরা স্বৈরাচারকে বিদায় করা হয়েছে তাই এ দেশে আর কোন শ্রমিক দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেওয়া যাবে না। সকল শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখা বদ্ধ পরিকর। তাই আর কোন শ্রমিক যেন অধিকার থেকে বঞ্চিত, লাঞ্ছিত ও বৈষম্যের শিকার যেন না হতে হয় সে জন্য সকল শ্রমিক সংগঠনের সমন্বয়ে একটি সমন্বিত কমিটি গঠন করবার আহ্বান জানান তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ছাত্র উপদেষ্টা নাজমুল হাসান সাঈদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, শ্রমিক নেতা স্বাধীন শেখ, রবিউল ইসলাম, হাসান প্রমুখ।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর