কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের আয়োজনে ‘সেপারেশন অব জুডিশিয়ারি: রিয়েলিটিস ইন বাংলাদেশ’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ৫১১ নম্বর হল রুমে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশন সভাপতি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোশাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান। সেমিনারের প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন (অবসরপ্রাপ্ত) সিনিয়র জেলা জজ এবং ‘মাসদার হোসেন মামলার’ বাদী মাসদার হোসেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুর রহমান (জিবল) এবং ড. মো. সাজ্জাদ হোসেন। সেমিনারে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামীমুল ইসলাম এবং লোক প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোসা, শামসুন্নাহার ও আইন বিভাগের চেয়ারম্যান মো. আলী মোরর্শেদ কাজেম। এছাড়াও উপস্থিত ছিলেন লোক প্রশাসন ও আইন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “আমরা এমন একটি উন্নত বিচার ব্যবস্থা চাই যেখানে সবাই সুবিচার পাবে। এখানে ধর্ম, ক্ষমতা বা দুর্বলতা কোনো বাধা হয়ে দাঁড়াবে না। এ ধরনের উদ্যোগ আমাদের দেশের বিচার ব্যবস্থার জন্য আশাব্যঞ্জক।”
সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, “রাজনৈতিক প্রভাব এবং দুর্বল আইনি কাঠামোর কারণে প্রশাসক ও বিচারকদের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সমস্যাগুলো সমাধান করা প্রয়োজন।”
প্রধান আলোচকরা তাদের বক্তব্যে বলেন, 'সেপারেশন অব জুডিশিয়ারি' বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বিচার বিভাগ, আইন এবং প্রশাসনের মধ্যে পৃথকীকরণ বিষয়ক বিভিন্ন চ্যালেঞ্জ ও সুযোগ নিয়ে তাঁদের মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।
উক্ত সেমিনারের লোক প্রশাসন ও আইন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর