আমতলীতে পরকীয়া সম্পর্কের জেরে স্বামীর লাঠির আঘাতে তিন্নি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।এই ঘটনার খবর পেয়ে ঘাতক স্বামী মনিরুল (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সারে পাঁচটায় আমতলীর আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার মনিরুল (২২) আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামের হারুন খাঁ'র ছেলে এবং নিহত তিন্নি একই উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামে নিজাম হাওলাদারের মেয়ে।
তারা আমতলী উপজেলার আরপাঙ্গাসিয়া ইউনিয়নের তারিকাটা গ্রামে বসবাস করতেন। মনিরুল (২২) পেশায় অটো চালক এবং নিহত স্ত্রী তিন্নি গৃহিণী ছিলেন। প্রায় আট মাস আগে তাদের বিয়ে হয়।
আমতলী থানা সূত্রে জানা যায়, বিকালে পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রীর মাঝে বাকবিতণ্ডা হয়।একপর্যায়ে রাগের মাথায় স্বামী মনিরুল লাঠি দিয়ে তিন্নির মাথায় আঘাত করে।পরে আহত অবস্থায় তাকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন স্বামী এবং শাশুড়ি। কর্তব্যরত চিকিৎসক তিন্নিকে মৃত্যু ঘোষণা করলে স্বামী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে ঘাতক স্বামী মনিরুল কে আটক করে।
ঘাতক স্বামী মনিরুলের চাচাতো ভাই নুরআলম বলেন,তিন্নি পরকীয়ায় আসক্ত ছিল,মনিরুল প্রতিবাদ করলেও তিন্নি শুনতেন না।এ বিষয়ে তাদের মাঝে প্রায় সময়ই ঝগড়া হতো।এ ঘটনা নিয়ে সাতদিন আগে পারিবারিকভাবে সালিশি করে তিন্নি শ্বশুর বাড়ি যায়।মঙ্গলবার আবার সেই ছেলের সাথে ফোনে কথা বলা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফুর বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।অভিযুক্ত স্বামী মনিরুলকে আটক করা হয়েছে।নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর