
জামালপুরের সরিষাবাড়ীতে ১৩টি চুরি মামলার আসামি মফিজুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। মঙ্গলবার (৩ ডিসেম্বর) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সভার ভূরার বাড়ি গ্রামের আব্বাছ আলীর পুত্র মফিজুল ইসলাম পেশাগত চোর। গত বছরের ২০ নভেম্বর সাবেক অধ্যক্ষ রমেশ চন্দ্র সুত্রধর চুরির ঘটনাকে কেন্দ্র করে সরিষাবাড়ী থানার ৪০৭/৩৮০ ধারায় একটি মামলা করেন। মামলা নং ১২। উক্ত মামলার সূত্র ধরে গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে ভুরারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মফিজুলকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয় বলে জানা গেছে।
উল্লেখ্য, মফিজুল ইসলামের বিরুদ্ধে ১৩ টি চুরি মামলা রয়েছে। তবে বেশ কয়েকটি মামলায় সে বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়ে চুরির কাজ চালিয়েছে বলে একাধিক সূত্র জানায়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর