রংপুরে আলু পেঁয়াজের দাম কমানোর দাবিতে ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও স্মারকলিপি প্রদান করেছে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব রংপুর জেলা কমিটি।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ক্যাব রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক এ এইচ এম আমিরুল ইসলাম রাজু, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ, ক্যাব রংপুরের সদস্য ফরহাদ হোসেন ও সাবেদুল ইসলাম। সঞ্চালনা করেন ক্যাব রংপুরের সহ-সভাপতি জসিম উদ্দিন।
মানববন্ধনে বক্তারা, অসাধু ব্যবসায়ীদের আইনের আওতায় আনা, নিত্যপণ্যের সরবরাহ নিশ্চিত করা, বাজার মনিটরিং, টিসিবির ট্রাক সেল বাড়ানো, টিসিবির ১ কোটির পরিবর্তে দেড়কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে পণ্য প্রদানসহ আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রেতাদের আইনের আওতায় আনার দাবি জানান।
মানববন্ধন শেষে আলু পেঁয়াজের দাম কমানোর দাবিতে ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রির প্রতিবাদে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে জাহাজ কোম্পানি মোড় হয়ে পুনরায় প্রেসক্লাবে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আলু পেঁয়াজের দাম কমানো ও আইনে নিষিদ্ধ খোলা ড্রামে ভোজ্যতেল বিক্রিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর