বিভিন্ন দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে নেত্রকোনার ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্যবিরোধী ছাত্র পরিষদ।
প্রাণিসম্পদ অধিদপ্তরের নিয়োগবিধি সংশোধনসহ ডি এফ এ ও সমমানের সকল টেকনিক্যাল পদ সমূহের “ডিপ্লোমা ইন লাইভস্টক” প্রতিস্থাপন করে দ্রুত নিয়োগ প্রধান এবং প্যারাভেট নিবন্ধনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ প্রবেশ করেছে শিক্ষার্থীরা।
ডিপ্লোমা ইন লাইভস্টক বৈষম্যবিরোধী ছাত্র পরিষদ আই,এল,এস,টি নেত্রকোনার উদ্যোগে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় দাবি তুলে বিভিন্ন স্লোগানে বিক্ষোভ করে সমাবেশে অংশগ্রহণকারীরা।
ইনস্টিটিউট অফ লাইফস্টক সায়েন্স এন্ড টেকনোলজি নেত্রকোনার বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মানববন্ধন চলাকালে তাদের দাবি দাবা উপস্থাপন করে বক্তব্য রাখেন,শিক্ষার্থী সোহেল রানা, দেলোয়ার হোসেন,মিজানুর রহমান,শিহাব-উদ দৌলা ও জাহাঙ্গীর আলম।
এ সময় বক্তারা, সরকারের নিকট প্রাণিসম্পদ অধিদপ্তরের ক্যাডার বহির্ভূত নন-গেজেটেড কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা-২০২৩ এর ক্রমিক নং- ৫৫ থেকে ৬১ তে বর্ণিত পথসমূহ (ইউ,এল,এ/ ডিএফএ/এফএ-এআই/ভেটেরিনারি কম্পাউন্ডার/পোল্ট্রি টেকনিশিয়ান/ফিল্ড অ্যাসিস্ট্যান্ট-ফডার/মাঠ সহকারী-ফডার) এর জন্য প্রয়োজনীয় নিয়োগ যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণের পরিবর্তে “ডিপ্লোমা ইন লাইভস্টক” প্রতিস্থাপন করার দাবি জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর