
বালু ও মাটি ব্যবসায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মানিকগঞ্জে যুবদলের কর্মী ফারুক মিয়ার (৩৮) ওপর সস্ত্রাসী হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলা শেষে ওয়ার্ড বিএনপির কার্যালয় পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
এসময় গুরুতর আহত হয়েছেন ফারুক। তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন। বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টায় মানিকগঞ্জ সদর উপজেলার বেওথা এলাকায় এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালু ও মাটি ব্যবসার আধিপত্য নিয়ে দাশড়া এলাকার রাসেল ও মালেকের সাথে যুবদল কর্মী ফারুকের দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল। এর প্রেক্ষিতে গতকাল রাতে ফারুকের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায় রাসেল, মালেক, খালেক, মিজানসহ আরো ৪-৫জন। এরপর ওয়ার্ড বিএনপির পার্টি অফিস পুড়িয়ে দেয় তারা। আহত ফারুককে এলাকাবাসী উদ্ধার করে মাকিনগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে অবস্থা সংকটাপন্ন হলে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু) পাঠানো হয়। মাঝপথে অবস্থা গুরুতর হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রাখা হয় তাকে।
এ ঘটনার পর আহতের ভাই রুবেল হোসেন বাদি হয়ে ৫জন ও অজ্ঞাত ২-৩ জনের নামে সদর থানায় মামলা করেছেন। এ মামলায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার দাশড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে রাসেল মিয়া (৪০) ও একই এলাকার আক্কাস মাস্টারের ছেলে আব্দুল মালেক (৩৫)। গ্রেফতারকৃত দুজনই যুবলীগের রাজনীতির সাথে জড়িত।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমানুল্লাহ বলেন, ‘এ পর্যন্ত দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর