
ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেছেন, 'নতুন বছরে যথাসময়ে দেশের শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দিতে আন্তরিকভাবে কাজ করছে সরকার। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের হাতে সময়মতো নতুন বই তুলে দেয়া যদিও চ্যালেঞ্জিং বিষয় তবুও সরকার এব্যাপারে খুবই আন্তরিক। যাতে বছরের শুরুতেই শিক্ষার্থীরা তাদের নতুন বই হাতে পায়।'
আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সরকারি পাঠ্যপুস্তক মুদ্রণ কার্যক্রম (আনন্দ প্রিন্টার্স) পরিদর্শন করে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সরকারের পক্ষ থেকে নির্দেশনা আছে পাঠ্যপুস্তক ছাপাতে যাতে কোন বিঘ্ন না ঘটে সেই লক্ষ্যে আমি এই ছাপাখানা পরিদর্শনে এসেছি। সরকার আশাবাদী যাতে জানুয়ারীর ১ তারিখেই দেশের শিক্ষার্থীরা তাদের নতুন বই হাতে পায় সেই লক্ষ্যেই আন্তরিকভাবে কাজ করছে সরকার।
এসময় মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলামসহ জেলা ও উপজেলার কর্মকর্তাবৃন্দ বৃন্দ উপস্থিত ছিলেন।
আনন্দ প্রিন্টার্স পরিদর্শন শেষে মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা মোড় থেকে বেউথা ব্রীজ পর্যন্ত এলজিইডির নির্মিত রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেন। এরপর তিনি শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে প্রতিবন্ধী শিশুদের চিত্রাঙ্কন ও প্রতিবন্ধীদের খেলাধুলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
শাকিল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর