ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারি হাই কমিশনের হামলার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে মিছিলটি বাজার স্টেশন থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাজার স্টেশনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সংগঠনের জেলা শাখার সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলার সেক্রেটারী হাফেজ হাবিবুল্লাহ, সহ-সভাপতি মাও: জিয়াউল হক জিয়া ও যুব আন্দোলনের সেক্রেটারী আলামিন হোসেন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে ভারতের আগ্রাসন বন্ধ করতে হবে। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সকল ষড়যন্ত্র বন্ধ করতে হবে। না হলে বাংলাদেশের জনগণ ঐক্যমত্যের ভিত্তিতে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করবে। এছাড়াও বক্তারা গণহত্যা এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের দায়ে আওয়ামীলীগকে আজীবনের জন্য নিষিদ্ধ ও এ্যাড. সাইফুল ইসলাম আলিবকে হত্যার দায়ে চিন্ময়দাসসহ সকল আসামীদের ফাঁসির দণ্ডের দাবী জানান।
শাকিল/সাএ
সর্বশেষ খবর