
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর পরই হটাৎ করে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আখতার আহমেদ। দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনারসহ ইসির সকল কর্মকর্তাদের সঙ্গে।
বৃহস্পতিবার(০৫ ডিসেম্বর) নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি হওয়ার পর পর তিনি নির্বাচন ভবেন আসেন।
প্রধান নির্বাচন কমিশনার(সিইসি) সঙ্গে সাক্ষাত শেষে নিজে দপ্তরে দিকে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি বলেন,এখনো নির্বাচন কমিশন ভবন পরিদর্শন করিনি।সবে মাত্র আমি এসেছি। আমার প্রত্যাশা আপনার প্রত্যাশা একই অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব আবুল হায়াত মো. রফিক ইসির নতুন সচিব নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন।
এতে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী আখতার আহমেদ (পরিচিতি নম্বর ২১০৬)-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে নির্বাচন কমিশন সচিবালয়-এর সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
আখতার আহমেদ বাংলাদেশ সিভিস সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১৯৮২ ব্যাচের কর্মকর্তা। সর্বশেষ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যুগ্মসচিব (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান ২০১৫ সালে। তার গ্রামের বাড়ি খুলনায়।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) আওয়ামী লীগ সরকারের নিয়োগ করা ইসি সচিব শফিউল আজিমকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদায়ন করে বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) দুপুরের পর আখতার আহমেদকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। আর নিয়োগের প্রজ্ঞাপন হওয়ার পরপরই সন্ধ্যা দিকে নির্বাচন ভবনে ছুটে আসেন তিনি।
বাঁধন/সিইচা/সাএ
সর্বশেষ খবর
জাতীয় এর সর্বশেষ খবর