ময়মনসিংহের নান্দাইলে পুলিশের বিশেষ অভিযানে ৭জনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকলকে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, নান্দাইল উপজেলাকে অপরাধ মুক্ত রাখতে পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে যায় পুলিশ। ওই অভিযানে পৃথক স্থান থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামিসহ ৭জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ কালু মিয়া উরফে ফারুক(৩০), মোছা: রাবেয়া খাতুন (৪০), মোছা: নাজমা বেগম (৩৬), মোহাম্মদ এখলাছ উদ্দিন খা (৬০) , আকরাম হোসেন(৫০), রাশিদা খাতুন (৫৭) ও সোহানা আক্তার (৩৫)।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহমেদ জানান, বিভিন্ন মামলায় ৭জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শুধু ওয়ারেন্ট ভুক্ত আসামি নয় মাদক ও জুয়ারীদের বিষয়ে জিরো টলারেন্স চালিয়ে যাচ্ছি। নান্দাইলকে অপরাধমুক্ত রাখতে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর