
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার একটি টমেটো ক্ষেত থেকে অজ্ঞাত ব্যক্তির (পুরুষ) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের পূর্ব ভাকুম খেজুর বাগান ব্রিজের উত্তর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, খেজুর বাগান ব্রিজের পাশে জেট পেইন্টস কারখানার পিছনে স্থানীয় মো. হাসেন ফকিরের ছেলে জীবন ফকিরের টমেটো ক্ষেতে সকালে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে থানা পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে থানার এসআই মাসুদুর রহমানসহ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশের সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল পাঠান।
এ সময় লাশের পরনে ছিল লুঙ্গি, নীল রঙের শার্ট ও একটি জ্যাকেট। কোমরে অটোবাইকের চাবি, শার্টের পকেটে একটি বাটন মোবাইল, একটি টর্চ লাইট ও কিছু টাকা ছিল।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, 'ঘটনাস্থল থেকে উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য লাশটিকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত আমরা তার পরিচয় শনাক্ত করতে পারিনি, চেষ্টা চলছে।'
শাকিল/সাএ
সর্বশেষ খবর