
ভারতের আগ্রাসন, মিথ্যাচার, উপ হাইকমিশনে হামলা ও সংখ্যালঘু নিধনের প্রতিবাদে ঢাকার কেরানীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) জুম্মার নামাজের পর কেরানীগঞ্জের কদমতলী গোল চক্করে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে কেরানীগঞ্জের ছাত্ররাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ একত্রিত হয়ে ভারত বিরোধী বিভিন্ন শ্লোগানে মুখরিত করে তুলে।এ সময় বক্তারা ভারতের আগ্রাসন, মিথ্যাচার, উপ হাইকমিশনে হামলা ও সংখ্যালঘুদের নিধনের প্রতিবাদ জানায়। এছাড়াও ভারতের বিভিন্ন অপকর্ম রুখে দিতে ঐক্যের কোন বিকল্প নেই বলেও জানায় বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছাত্র আন্দোলন এর সক্রিয় প্রতিনিধি আসাদুজ্জামান নূর তার বক্তব্যে ভারতীয় বিভিন্ন আগ্রাসনের তথ্য তুলে ধরে বলেন, ১৯৯২ সালের আজকের এই দিনেই বাবরি মসজিদ ধ্বংস করে হিন্দুত্ববাদের সূচনা করা হয়েছিল।তিনি দেশপ্রেমের চেতনায় সকলকে উজ্জীবিত হয়ে কেরানীগঞ্জ থেকে ভারতীয় আগ্রাসন বিরোধী কমিটি গঠন করে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানান।
সমাবেশে কেরানীগঞ্জ মসজিদ ইমামদের পক্ষে হাফেজ মাওলানা মুফতি রফিকুল ইসলাম,কেরানীগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিনিধি আলআমিন মিনহাজ, নাজমুল ইসলাম হৃদয়,আসাদ নূর সাব্বির, জনতার পক্ষে ডা. নাহিদ, সাংবাদিক নাসির উদ্দিন লিটন, দুদকের সদস্য কাওসার আহমেদ, সামাজিক সংগঠক সায়মন চৌধুরী বক্তব্য প্রদান করে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর