
বগুড়ার শেরপুরে আঞ্চলিক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে শাকিল আহম্মেদ (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। সে কুসুম্বি ইউনিয়নের কুসুম্বি মুসলিমপাড়ার মোস্তফা শেখ মস্তর ছেলে।
শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় কেল্লা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, শাকিল শেরপুর শহরে একটি দোকানের কর্মচারী হিসেবে কাজ করছিল। সকালে বাড়ি হতে কর্মস্থলে আসার সময় কুসুম্বি ইউনিয়নের আঞ্চলিক সড়কের কেল্লা নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পড়ে যায়। এতে সে গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করলে যাওয়ার পথেই সে মারা যায়।
এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর