
ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান হালুয়াঘাট সাধারণ পাঠাগারের কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মো. মুজিবুর রহমান, সহ-সভাপতি সুপ্রজিৎ সরকার খোকন, অঞ্জন চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক পদে মো. আলীমুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় হালুয়াঘাট সাধারণ পাঠাগারের কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ারুল হক এই তথ্য নিশ্চিত করেন। সহকারী নির্বাচন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন মো.আনিসুজ্জামান ও সঞ্জয় কুমার সরকার।
অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিতরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল আল আজাদ, পাঠাগার সম্পাদক মোঃ রবিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহাব উদ্দিন রতন, ক্রীড়া সম্পাদক মোঃ আকিকুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক নুরুজ্জামান হেলাল, সদস্য নাঈম আহমেদ, মেহেদী হাসান দুলাল, মহিলা সদস্য মিসেস হোসনে আরা নিলু।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর