শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম নগরের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন। একই সাথে উপ–উপাচার্য প্রফেসর কাজী শামীম সুলতানা, কোশাধ্যক্ষ প্রফেসর তৌফিক সাঈদ, প্রক্টর আহমেদ রাজীব চৌধুরী এবং ছাত্রকল্যাণ ও এইচআর পরিচালক খুরশিদুর রহমানও পদত্যাগ করেছেন। শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন প্রফেসর ড. অনুপম সেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইফতেখার মনির। তিনি বলেন, উপাচার্য ড. অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য ও ট্রেজারার পদত্যাগ করেছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে গত কয়েকদিন ধরে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চলে আসছিল। এতে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ। সবশেষ শুক্রবার বিকেলেও একই দাবিতে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জিইসি মোড় ক্যাম্পাসের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। এতে শুক্রবার রাত ৮টার মধ্যে উপাচার্যকে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগে বাধ্য হন তিনি।
জানা গেছে, ৫ আগস্টের পর থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তার পদত্যাগের ব্যাপারে আন্দোলন করে আসছিল। তবে বিএনপির একজন প্রভাবশালী নেতার ছত্রছায়ায় তিনি ঐ পদে আসীন ছিলেন। এছাড়া আন্দোলনকারীদের অভিযোগ ছিল, অনুপম সেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য। তিনি জুলাই বিপ্লবের বিরোধী ছিলেন এবং ‘স্বৈরাচারের দোসর’, তাই তাকে পদত্যাগ করতে হবে।
শাকিল/সাএ
সর্বশেষ খবর