
ধর্ষণ মামলায় আটক আবুল হোসেন ওরফে লাল মিয়া (৭৫) নামের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে মারা গেছে। মৃত লাল মিয়া কিশোরগঞ্জ সদর থানা বিন্নাটি গ্রামের মৃত ইমাম আলীর ছেলে।
শনিবার (৭ ডিসেম্বর ) দুপুর ৩টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালের দ্বিতীয় তলায় নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তার মৃত্যু হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুরাইয়া আক্তার জানান মৃত লাল মিয়া (হাজতি বন্দী নং- ৪১৫৩৯/ ২৪) নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিল। কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়লে শুক্রবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগার মারফত তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে। মৃতের লাশ ময়নাতদন্ত শেষে কারাবিধি অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর