২৪ এর গনঅভ্যুত্থানের পর নতুন সৃষ্ট বাংলাদেশে অন্তবর্তীকালীন সরকার কে দায়িত্ব দেওয়ার পর এখন প্রথম ইস্যু হল নির্বাচন। সে গঠনমূলক সংস্কারের শেষে ১/২ বছর পর হবে নির্বাচন। ফেনীতে এবি পার্টির গনসমাবেশের পূর্বে এমন মন্তব্য করেন পার্টি কেন্দ্রীয় সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।
শনিবার (৭ ডিসেম্বর) ফেনীর ফুড গার্ডেন কনফারেন্স হলে আয়োজিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে মঞ্জু আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত হয়েছে দেড় হাজার, আহত হয়েছে প্রায় বিশ হাজার,অনেক সাংবাদিক নিহত ও আহত হয়েছেন।গ্রেফতার হয়েছে প্রায় লক্ষাধিক। তাদের রক্তের বিনিময়ে এখন দেশের ৭০/৮০ শতাংশ মানুষ স্বাধীনতা উপভোগ করছে।বাকি ২০-৩০ শতাংশ এখনও চেষ্টা করছে ভারতের নিকট দেশ বিক্রি করার।
ফেনীর শর্শদী গ্রামের সন্তান মঞ্জু বলেন' ফেনী আমার জন্মভূমি। ফেনীর অনেক সাংবাদিক আমার সহকর্মী। সেই ফেনীকে জয়নাল ও নিজাম এই দুই হাজারি সাথে তাদের চার খলিফা একত্রিত হয়ে ফেনীর জনপথ কে সন্ত্রাসের অভয়ারণ্যে সাজিয়ে ফেনীর নামে বদনাম রটিয়েছিল। ফেনীকে এখনও সন্ত্রাসের জনপথ হিসেবে জানে ঢাকাবাসী। অথচ ফেনীর বিলোনিয়া ও শুভপুর ঐতিহাসিক স্থান। বিলোনিয়া ও শুভপুর যুদ্ধের কথা অনেকে জানে না। অথচ এখানে গ্রামের মানুষ হাতে লাঠি নিয়ে পাকিস্তানিদের বিতাড়িত করেছে।
ভাষা শহীদ সালাম ও ভাষা সৈনিক আব্দুস সালামের নামে হওয়ার কথা ছিল ফেনীর নাম ও সুনাম। তা না হয়ে হয়েছে গডফাদারদের নামে। ফেনীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে কথা বলতে হবে আমাদের কে ।
সভায় উপস্থিত ছিলেন এবি পাটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ,কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, বাংলাদেশের দুটি রাজনৈতিক দল হচ্ছে জমিদারি স্টাইলের। দুই হাজার তরুন প্রাণ দিয়েছে দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। অথচ বিএনপি এখন বাণিজ্য নিয়ে ব্যস্ত। প্রবাসীদের ভোগান্তির বিষয়ে ফুয়াদ বলেন বাংলাদেশ বিমান লাশ বহন করতে রাজি হয় না। প্রবাসীদের বেতন ভাতা বন্ধ রাখে। আড়াই লাখ প্রবাসী ফেনীর মানুষ। তাদের রেমিটেন্সে দেশ পরিচালিত হয়। অথচ প্রায় খবর আসে প্রবাসীদের সম্পত্তি বে-দখল হয়ে যাচ্ছে। প্রবাসীদের ভোগান্তি দূর করার জন্য আমাদের কাজ করতে হবে। ল্যাডি হিটলার হাসিনা ভারত বাংলাদেশের
পানি সমস্যা দূর না করে বরং বৈধতা দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল। বর্ষাকালে আমাদের জেলেরা মাছ ধরতে পারেনা। আমাদের জন্য মাছ ধরা নিষেধ করে সপ্তাহ ঘোষণা করে ট্রলার নিয়ে ভারত মাছ ধরে বাজারে বিক্রি করে। ১২ হাজার বর্গমাইল জুড়ে ভারতকে ইজারা দিয়েছে হাসিনার সরকার। ইস্কনকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা রয়েছে । কেউ যদি ফেনী নদীর মোহনায় ভারতকে এক্সক্লুসিভ সুবিধা দেয়ার কোন যুক্তি ছিল না। দেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষায় এ সরকারকে আহ্বান জানান। উন্নয়নের ছোঁয়া ফেনীতে লাগছে না। ফেনী শহরের এলোমেলো অগোছালো করে রেখেছে বিগত সরকার। ডাবলঅ্যাপানমেন্ট সহ মাস্টার প্ল্যান করে ফেনীকে সাজাতে হবে। তিনি শহীদ শমসের গাজীর বীরোত্তম তুলে ধরেন। যিনি বৃটিশবিরোধী আন্দোলন শহীদ হয়েছেন। শমশের গাজীর ইতিহাস বই পুস্তকে তুলে ধরার দাবি জানান।
মুনতাসির/সাএ
সর্বশেষ খবর