শরীয়তপুরের জাজিরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খালিদ হাসান ফেরদৌস(২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় জাজিরা পৌরসভার গোডাউন মোড় এলাকার কেন্দ্রীয় কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান ফেরদৌস (২০) জাজিরা পৌরসভার আক্কেল মাহমুদ মুন্সী কান্দি গ্রামের মফিজ খার ছেলে।
জাজিরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন জানান, নিহত খালিদ হাসান ফেরদৌস পেশায় একজন মোটর মেকানিক। সন্ধ্যায় মোটরসাইকেল যোগে বাড়ি থেকে জাজিরা পুরাতন বাজারে যাওয়ার সময় কেন্দ্রীয় কবরস্থানের সামনে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে লুটিয়ে পড়ে সে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পদ্মা পার হওয়ার পর তার মৃত্যু হয়।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর