নড়াইল সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিষিদ্ধ ২৫ টি কারেন্ট জাল ও ৩০ কেজি পলিথিন জন্দ করা হয়েছে।
এছাড়া ৩ জনকে জরিমানা করা হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার নাকসি মাদরাসা বাজারে এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ সদর উপজেলার নাকসি মাদরাসা বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় ২৫ টি নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয় ও ৩০ কেজি পলিথিন জব্দ করা হয়।
এসময় একলিম শেখকে নিষিদ্ধ কারেন্ট জাল বিক্রির দায়ে ২ হাজার টাকা, রাজু বিশ্বাসকে নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে ১৫শ টাকা এবং মাসুদ মোল্যা নামে একজনকে ৮শ টাকাসহ মোট ৪ হাজার ৩শ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। অভিযানে আনসার সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, উপজেলার নাকসি মাদরাসা বাজারে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে পলিথিনও জব্দ করা হয়। এছাড়া ৩ জনকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর