নাটোরের বাগাতিপাড়ায় ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মমতাজ বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) রাতে ওই গৃহবধু চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মমতাজ বেগম উপজেলার পাঁকা ইউনিয়নের কৃষ্ণপুর এলাকার বাদশা আলির স্ত্রী।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ওই গুহবধু পরিবারের সকলের অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে ছটফট করতে থাকে। পরে সে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তবে ওই রাতেই তিন চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন।
আরো জানা যায়, দীর্ঘদিন থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে সেই সমস্যা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর