ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনার ক্যাডার বাহিনীর গুলিতে শহীদ সুমনের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অটোগাড়ি প্রদান করা হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দোকার আজিম আহমেদ এনডিসি শহীদ সুমনের বাবা রঞ্জু সেখ ও মা ফিরোজা বেগমের কাছে অটোগাড়ীটি তুলে দেন।
এ সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাদ্দম নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, লে. কর্নেল নাহিদ আল-আমিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় ও সদর উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এসময় বিভাগীয় কমিশনার খন্দোকার আজিম আহমেদ এনডিসি বলেন, এটি শহীদের কোন বিনিময় নয়, অটোগাড়ীটি শহীদ সুমনের প্রতি জেলা প্রশাসনের সামান্য ভালবাসা। ভালোবাসার গাড়ীটি চালিয়ে যে আয় হবে তা দিয়ে অন্তত শহীদ সুমনের বাবা-মার সংসারটি চলে যাবে। তাদের কষ্ট কিছুটা লাঘব হবে-আর এটাই হবে আমাদের একটু সান্ত্বনা।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর